বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের যা মাথায় রাখতে বললেন তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনেই তামিম ইকবাল বলেছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না আগামীকাল শেষ ওয়ানডেতেও। জানা গেছে, তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তামিম।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তাঁর সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তাঁর পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।
বিশ্বকাপ খেলতে আগামী পরশু ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আগামীকালই ঘোষণা হওয়ার কথা বিশ্বকাপের দল। কিন্তু দল ঘোষণার আগে তামিমের কথা অস্বস্তিতে ফেলে দিয়েছে নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টকে।